মুলাদী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব মোঃ জিয়াউল আহসান এর দিক নির্দেশনা অনুযায়ী মুলাদী থানার এসঅাই (নিঃ) মোঃ মুরাদ হোসেন ও এসআই (নিঃ) মোঃ সাইফুর রহমান ইং- ২২/১১/১৮ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানাধীন চর লক্ষীপুর সাকিনস্থ নাইয়ার হাট বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়ামিন কবিরাজ(৩২) পিতা- মৃত করিম কবিরাজ, সাং- চর লক্ষীপুর, থানা- মুলাদী, জেলা- বরিশালকে ২১ (একুশ) গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। উক্ত অাসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) মোঃ সাইফুর রহমান বাদী হইয়া মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া অদ্য প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে অাসামীকে বিজ্ঞ অাদালতে সোপর্দ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS