Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Yaba rescue in muladi
Details

মুলাদী থানার অফিসার ইনচার্জ জনাব মো: জিয়াউল আহসান এর তদারকিতে মুলাদী থানার অফিসারগন ইং- ২৩/০৪/১৮ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর বিশেষ অভিযান পরিচালনাকালে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের উপকরণ সহ আসামী রফিকুল ইসলাম(২৬) পিতা-নুরুল ইসলাম, সাং- চর লক্ষিপুর, ৫নং ওয়ার্ড, থানা- মুলাদী, জেলা- বরিশালকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মুলাদী থানার মামলা নং- ০৬ তারিখ- ২৪/০৪/১৮ইং, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধন/২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(ক) রুজু  করিয়া তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Images
Attachments
Publish Date
24/04/2018
Archieve Date
16/05/2018