#মুলাদীতে ইয়াবা সহ অাসামী গ্রেফতারঃ
জেলা গোয়েন্দা শাখার এসঅাই (নিঃ) জহুরুল ইসলাম, এসঅাই (নিঃ) মোঃ নোমান, এএঅাই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মুলাদী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করিয়া মুলাদী পৌরসভা এলাকা হইতে অাসামী ১। মোঃ ইউসুফ সরদার(২৪) পিতা- অাঃ রহিম সরদার, সাং- তেরচর, ৬নং ওয়ার্ড, মুলাদী পৌরসভা, থানা-মুলাদী, জেলা- বরিশাল এর নিকট হইতে ১৪ (চৌদ্দ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং অাসামী ২। মোঃ হোসেন হাওলাদার(৪৫) পিতা- মৃত অাঃ রব হাওলাদার, সাং- তেরচর, ৬নং ওয়ার্ড, মুলাদী পৌরসভা, থানা-মুলাদী, জেলা- বরিশাল এর নিকট হইতে ৭৯ (উনঅাশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। অাসামীদ্বয়ের বিরুদ্ধে মুলাদী থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হইয়াছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS